keyword research
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো . আর্টিকেলটি মূলত আমি তাদের উদ্দেশ্যে তৈরি করছি মানে লিখছি যারা ব্লগিং একদম নতুন এবং আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনারা খুব সহজে ভালো মানের keyword খুঁজে বের করতে পারবেন এবং তা ফ্রিতে ।
কারণ আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে ফ্রী কিছু টুলস এবং কিছু ট্রিকস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন । এখন অনেকেই বলতে পারেন কিওয়ার্ড কেন প্রয়োজন তাদের উদ্দেশ্য বলি keyword আমরা ব্লগিং পোস্টে ব্যবহার করার জন্য নিতে পারি টাইটেল ব্যবহার করার জন্য নিতে পারি অথবা সার্চ ডিস্ক্রিপশন এ ব্যবহার করার জন্য নিতে পারি এই রকম কাজের জন্যই আমরা মূলত ভালো মানের কেউ আর খুজে বের করে এবং এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডের গুরুত্ব খুব বেশি এটি আপনি জেনে রাখুন এগুলো নিয়ে পড়ে কখনো কথা হবে এখন নরমালি নতুনদের জন্য যেহেতু High যাওয়ার দরকার নেই আমি কিছু টুলস আপনার সাথে শেয়ার করবো যার মাধ্যমে ফ্রী তে keyword ভালো মানের খুঁজে পাবেন ।
তার আগে বলে রাখি আপনি যদি আমাদের আগের আর্টিকেলগুলো মিস করে থাকেন মানে এসইও নিয়ে যে আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেগুলো মিস করে থাকলে এখানে ক্লিক করে দেখে আসুন ।
সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব একটি এক্সটেনশন এর কথা আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার জন্য এই এক্সটেনশন অনেক কার্যকরী কারণ এটার মাধ্যমে আপনি হাই সিপিসি কি ওয়ার্ড গুলো জেনারেট করতে পারবেন এবং কোন কিওয়ার্ড এর কতটুকু ভ্যালু তারপর সার্চ কম্পিটিশন ইত্যাদি আপনারা জানতে পারবেন একটি এক্সটেনশন এর মাধ্যমে শুধু আপনাদেরকে এক্সটেনশনটি আপনাদের কম্পিউটারের মজিলা ফায়ারফক্স অথবা ক্রম ব্রাউজারের সাথে এনাবেল করে দিতে হবে ।
এটির ব্যবহার খুবই সহজ আপনি শুধু এক্সটেনশন টি এনাবেল করে রাখুন তারপর আপনি যে টপিকের উপর আর্টিকেল লিখেছেন সেটির নাম গুগোল এ সার্চ দিন লিখে । আপনার সামনে সব ডিটেলস তুলে ধরবে এই এক্সটেনশনটি ।
Number-2
নাম্বার 2 যে ওয়েবসাইট সেটি আমার পার্সোনালি অনেক ফেভারিট একটি ওয়েব সাইট এখান থেকে আপনারা কি ওয়ার্ড জেনারেট করতে পারবেন ক্লাস খুবই খুবই সহজে কিওয়ার্ড গুলো কপি করে আনতে পারবেন ।
এখান থেকে আপনি খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন মানে Ranking কিওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন এবং এটি কান্ট্রি টার্গেট আপনি করতে পারবেন । এখন কান্ট্রি টার্গেট বলতে বোঝায় মনে করুন আমি এখন একটি অনলাইন এ্যার্নিং আর্টিকেল লিখছি আর্টিকেল এর জন্য আমি আমি কি ওয়ার্ড জেনারেট করতে চাচ্ছি আমি চাইলে এখন keyword.io এই ওয়েবসাইট থেকে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে রেংকিং কিওয়ার্ড জেনারেট করতে পারি । আরো ভালোভাবে বুঝতে নিচের ছবিটি ফলো করতে পারেন :
এখন সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে অনেক কিওয়ার্ড চলে আসবে এখান থেকে আপনি খুব সহজে উপরে একটি বক্স দেওয়া আছে যেটার মধ্যে চেক মার্ক দিয়ে সবগুলো কিওয়ার্ড একসাথে কপি করে নিতে পারবেন নিচের কপি বাটন ক্লিক করে আরো ভালোভাবে বুঝতে নিচের ছবিটি দেখুন ।
আশা করি উপরোক্ত বিষয়গুলো আমি আপনাদের বুঝাতে পেরেছি ?
Number 3 Google Search
হ্যাঁ গুগল সার্চ ইউ কিন্তু আপনি অনেক ভাল মানের keyword পেয়ে যাবেন যেমন আপনি গুগলে কোন একটি কনটেন্ট বা কোন কিছু নাম লিখে সার্চ দিলেন তারপর দেখবেন যে মস্ট পপুলার সার্চ মানে এই কী-ওয়ার্ড মানে এই টপিকে কোন কিওয়ার্ড দ্বারা বেশিরভাগ সার্চ দেওয়া হয়েছে সেই রকম একটি পেজ আপনার সামনে থাকে এটি থাকতে পারে একদম নিচে মানে পেইজের একদম নিচে অথবা নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন তাহলে আপনাদের আর কোন কনফিউশন থাকবে না ।
আরো অনেক টুলস আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো যেহেতু আপনি বিগেনার মানে নতুন আমি ধরে নিচ্ছি আপনি নতুন কেননা এই পোষ্টের টাইটেল এই দেওয়া আছে ।
তো আপনারা এই টুলস গুলো ব্যবহার করুন আশা করি আপনারা ভালো কিওয়ার্ড খুঁজে পেতে কোন সমস্যা হবে না।
পরবর্তী টিউনের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং আপনার কোন মূল্যবান মন্তব্য থাকলে কমেন্ট করতে ভুলবেন না ।
আর্টিকেল ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন শেয়ার করতে ভুলবেন না কেননা আমাদের ওয়েবসাইটটি একদম নতুন আপনাদের সাপোর্ট প্রয়োজন আমাদের ।
Nice Article
ReplyDelete